বাজেট প্রস্তাবে ঊর্ধ্বমুখি পুঁজিবাজার
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ইতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। ঘোষণার পর প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও চাঙ্গাভাব লক্ষ্যকরা যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় শুরু হয় লেনদেন।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের পুঁজিবাজারের জন্য পাঁচটি সুখবর রয়েছে। এগুলো হলো- করমুক্ত লভ্যাংশের আয়ের সীমা বৃদ্ধি, কর্পোরেট করহার হ্রাস, আইপিওতে ২০ শতাংশ শেয়ার ছাড়ার ক্ষেত্রে কর রেয়াত সুবিধা, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে উৎস কর আদায় থেকে অব্যাহতি এবং ব্যাংক, বীমা কোম্পানি ব্যতিরেকে তালিকাভুক্ত কোম্পানি ১৫ শতাংশের কম লভ্যাংশের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ শতাংশ করারোপ। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থপিত অর্থবিলে এ সব প্রস্তাব রাখা হয়।
এদিকে রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৬৭০ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৫ পয়েন্টে।
আর টাকায় লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২১৫টির দাম বেড়েছে, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২৯ পয়েন্ট বেড়ে আট হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৩টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৯ কোটি টাকা।
এসআই/বিএ/পিআর