ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ব্যাংক খাত তদারকিতে ব্যাংকিং কমিশন

প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৪ জুন ২০১৫

ব্যাংকিং খাতের প্রচলিত কার্যক্রম এবং এই খাতের সার্বিক অবস্থান মূল্যায়ন ও বিবেচনা করতে ব্যাংকিং কমিশন গঠন করা হবে।  
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের উল্লেখযোগ্য প্রসার ইতিমধ্যে হয়েছে। বর্তমানে দেশে ৫৬টি তফসিলি ব্যাংক রয়েছে। এখন প্রয়োজন এই খাতের সঞ্চয়ন, সুষ্ঠু নীতিমালা ও প্রবৃদ্ধির ধারা নির্ধারণ।

তাই ব্যাংকিং খাতের প্রচলিত কার্যক্রম এবং এই খাতের সার্বিক অবস্থান মূল্যায়ন ও বিবেচনা করার জন্য একটি ব্যাংকিং কমিশন গঠনের চিন্তা-ভবনা সরকারের রয়েছে বলে জানান তিনি।

এটি হচ্ছে বাংলাদেশের ৪৪তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৬তম। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের নবম বাজেট।

এসআই/এসএইচএস/আরআইপি