ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

চট্টগ্রামে খোলা বাজারে টিসিবি`র পণ্য বিক্রি শুরু

প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৪ জুন ২০১৫

চট্টগ্রাম নগরীতে বৃহস্পতিবার থেকে ১০টি স্পটে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি।  আগামী ১৬ জুন পর্যন্ত তা অব্যহত থাকবে। আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

টিসিবি চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ইসমাইল মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে পণ্য নিয়ে ১০টি ট্রাক নগরীর জনগুরুত্বপূর্ণ ১০টি স্পটে অবস্থান নিয়েছে। আজ এ সংক্রান্ত সরকারি নির্দেশনা পাওয়ার পর পরই চট্টগ্রামে পণ্য বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

তিনি জানান, নগরীর প্রেসক্লাব মোড়, কোতোয়ালী মোড়, আন্দরকিল্লা, কাষ্টম ,সল্টগোলা, ইপিজেড মোড়, নাসিরাবাদ, ষোলশহর, বারিক বিল্ডিং মোড়, স্টিলমিল বাজার, মুরাদপুর মোড়, বহদ্দার হাট, অলংকার মোড়, মোহরা কাজিরহাট, আগ্রাবাদ, বাকলিয়া এলাকায় এসব পন্য বিক্রি করা হবে।

প্রথম ধাপে বিক্রির জন্য ৫০০ কেজি চিনি, ২০০ কেজি ডাল, সয়াবিন তৈল ৪০০ লিটার, ছোলা ৫০০ কেজি বরাদ্দ দেয়া হয়েছে। একজন ক্রেতা ৪কেজি চিনি (প্রতি কেজি ৩৭ টাকা দরে), ২ কেজি ডাল (প্রতি কেজি ১০৩ টাকা দরে), ৫ লিটার সয়াবিন (প্রতি পাঁচ লিটার ৪৪০ টাকা দরে), ৩ কেজি ছোলা (প্রতি কেজি ৫৩ টাকা দরে ) ক্রয় করতে পারবেন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারি এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জীবন মুছা/এআরএস/এমএস