ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এনবিআরের সঙ্গে যৌথ কর্মশালা করবে রিহ্যাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৩ আগস্ট ২০১৭

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সদস্যদের নিয়ে প্রথমবারের মতো কর্মশালার আয়োজন করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হবে।

আগামী অক্টোবর মাসে রিহ্যাব সদস্যদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হবে । রিহ্যাব থেকে এ তথ্য জানানো হয়েছে। রোববার এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিহ্যাবের নেতারা। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়ার নেতৃত্বে রিহ্যাবের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক কামাল মাহমুদ ও প্রকৌশলী মো. মহিউদ্দিন সিকদার।

রিহ্যাব জানায়, এ সময় চলতি বছরের অক্টোবর মাসে রিহ্যাব সদস্যদের নিয়ে প্রথমবারের মতো একটি যৌথ কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এনবিআরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এমএ/এমআরএম/জেআইএম

আরও পড়ুন