ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

লেনদেন চলছে মিশ্র প্রবণতায়

প্রকাশিত: ০৬:০৭ এএম, ০২ জুন ২০১৫

দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শুরু হলেও সকাল পৌঁনে ১১টায় পর সূচকের নিম্নমূখী প্রবণতা লক্ষ্য করা যায়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)একই চিত্র বলে জানা গেছে।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৩৭ পয়েন্টে অবস্থান করছে, শরীয়া সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে। তবে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯৩টির দাম বেড়েছে, কমেছে ১১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের। প্রথম ঘণ্টায় ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২২৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে, সকাল ১১টা ৩৭ মিনিটে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭০৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৮ কোটি টাকার।

এসআই/এএইচ/পিআর