ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাংলাদেশে নেসলের গুঁড়া দুধ পরীক্ষার দাবি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৫ আগস্ট ২০১৭

ভারতের বাজারে সরবরাহকৃত বহুজাতিক প্রতিষ্ঠান নেসলের গুঁড়া দুধে ‘কস্টিক সোডা’ ও ‘ব্লিচিং পাউডার’ পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে থাকা এ গুঁড়া দুধ পরীক্ষার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনসাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সিসিএস।

বিজ্ঞপ্তিতে দেয়া বিবৃতিতে সিসিএসের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, সম্প্রতি ভারতের তামিলনাডু রাজ্যে নেসলে ইন্ডিয়ার বাজারজাতকৃত গুঁড়া দুধে কস্টিক সোডা ও ব্লিচিং পাউডার পাওয়া গেছে। ঘটনাটি সত্যি হলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও উদ্বেগজনক।

এ খবরে নেসলের বাংলাদেশি ভোক্তাদের মনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। কোনো কর্তৃপক্ষ থেকে কিছু না বলায় ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। ফলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ স্ট্যান্ডাডর্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, জনস্বাস্থ্য ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে নেসলের গুঁড়া দুধ পরীক্ষা এবং এর ফলাফল প্রকাশের দাবি জানায় সিসিএস।

একই সঙ্গে নেসলে বাংলাদেশকেও ভোক্তাদের জন্য বিষয়টির সঠিক ব্যাখ্যা দেয়ার অনুরোধ করা হয়।

এসআর/এমএস

আরও পড়ুন