ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাংলাদেশে ভেড়ার মাংস রফতানি করতে চায় নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৯ এএম, ০৩ আগস্ট ২০১৭

বাংলাদেশে ভেড়ার মাংস রফতানি করতে চায় নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার জনা কেম্পকারস এ আগ্রহের কথা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, বাংলাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কারিগরি সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছে নিউজিল্যান্ড। সাক্ষাতের সময় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বাংলাদেশের দুধের ঘাটতি পূরণে ও মেরিন ফিশারিজ খাতে নিউজিল্যান্ডের সহায়তা কামনা করেন। এসময় হাইকমিশনার সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।

মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আইনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমএম/জেডএ/আরআইপি

আরও পড়ুন