ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫১ এএম, ২৬ জুলাই ২০১৭

মূল্য সূচকের উত্থানের মাধ্যমে চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষ হয়েছে। তবে উভয় বাজারে লেনদেনের পরিমাণ কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ২২ পয়েন্ট। অপর বাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স বেড়েছে ২৬ পয়েন্ট।

এদিকে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৮ কোটি ৯৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৫৬ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৭ কোটি ২১ লাখ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার মূল্য সূচকের বড় উত্থানের মাধ্যমে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে যায়। সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় বেলা ১১টায় ডিএসইএক্স বাড়ে ১৫ পয়েন্ট।

এরপর নিম্নমুখী হতে থাকে ডিএসইএক্স সূচক। দুপুর ১২টা ৩৪ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট পড়ে যায়। অবশ্য ১০ মিনিটের ব্যবধানে আবার উর্ধ্বমুখী হয়ে উঠে সূচক। যা দিনের লেনদেন শেষ পর্যন্ত অব্যাত থাকে। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুটি সূচক। ডিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৭ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ারের ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি প্রতিষ্ঠানের দাম।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইডিএলসির শেয়ার। এদিন কোম্পানির ২৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ২৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- গ্রামীণফোন, আরএকে সিরামিক, সিটি ব্যাংক, ইফাদ অটোস, ওয়ান ব্যাংক, এসপিসিএল এবং ফু-ওয়াং ফুড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯০৫ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ২ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৩৮টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

এমএএস/এমআরএম/এমএস

আরও পড়ুন