ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৫ জুলাই ২০১৭

মঙ্গলবার মূল্যসূচকের মিশ্র প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

তবে আজ পুঁজিবাজারে প্রধান মূল্যসূচক বেড়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৩ পয়েন্ট। আর সিএসইতে সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স বেড়েছে ৮ পয়েন্ট।মঙ্গলবার ডিএসই’তে মোট ৬৫৬ কোটি ১৫ লাখ টাকার শেযার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৪ কোটি ৭৬ লাখ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার মূল্যসূচকের বড় উত্থানে দিনের লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটেই ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বাড়ে। সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় বেলা ১১টায় ডিএসইএক্স বাড়ে ২৩ পয়েন্ট। দুপুর ১২টা পর্যন্ত সূচকের টানা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।

তবে এরপর থেকে ডিএসইএক্স নিম্নমুখী হতে থাকে। একপর্যায়ে দুপুর ১টা ৫০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট নেমে যায়। এরপর আবার ঘুরে দাঁড়ায় সূচক। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে এদিন প্রধান মূল্যসূচক বাড়লেও ডিএসই’র অপর দুটি সূচকই কমেছে। ডিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ২ হাজার ১২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে কমেছ ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

টাকার অঙ্কে ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। এদিন কোম্পানিটির মোট ২৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। আর ২০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। লেনদেনে এরপর রয়েছে, এসপিসিএল, ফু-ওয়াং ফুড, জেনারেশন নেক্সট, মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিক, ওয়ান ব্যাংক এবং প্রাইম ব্যাংক।

মঙ্গলবার অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭৯ পয়েন্টে। বাজারটিতে আজ মোট ৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৩৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার।মঙ্গলবার সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আগের দিনের তুলনায় দাম বেড়েছে ১১৯টির। অপরদিকে কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

এমএএস/এমএমজেড/ওআর/বিএ

আরও পড়ুন