জুট স্পিনার্স নিয়ে ফের ডিএসইর সতকর্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের শেয়ারের দাম কারণ ছাড়াই বাড়ছে বলে আবারও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সতর্কতামূলক তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
রোববার ডিএসই থেকে দ্বিতীয়বারের মতো এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। এর আগে ডিএসই গত ১৯ জুলাইও একই তথ্য প্রকাশ করেছিল।
ডিএসই জানিয়েছে, সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনের কারণ জানতে চেয়ে গত ১৮ জুলাই জুট স্পিনার্সকে নোটিস পাঠানো হয়। জবাবে তারা জানিয়েছে এজন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৮ জুনের পর থেকেই জুন স্পিনার্সের শেয়ারের দাম টানা বেড়েছে। ১৯ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৬ টাকা ৫০ পয়সা। যা ২৮ জুন বেড়ে ৬০ টাকা ৬০ পয়সায় পৌঁছায়। ৫ জুলাই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়ে দাঁড়ায় ৬৪ টাকা ৩০ পয়সা।
এরপরও প্রতিষ্ঠানটির শেয়ার দাম ধারাবহিকভাবে বাড়ছে। গত ১৬ জুলাই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়ে দাঁড়ায় ৬৫ টাকা।
পরদিন (১৭ জুলাই) প্রতিষ্ঠানটির শেয়ার দাম এক লাফে ৭১ টাকা ১০ পয়সায় পৌঁছায়। ১৮ জুলাই তা আরও বেড়ে দাঁড়ায় ৭৮ টাকা ২০ পয়সা এবং ১৯ জুলাই ৮৪ টাকা ৯০ পয়সা।
গত ১৯ জুলাই জুট স্পিনার্সের শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদশীল তথ্য নেই ডিএসই থেকে এমন তথ্য প্রকাশ করা হলেও প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য ৯০ টাকা ৯০ পয়সায় পৌঁছেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী পুঁজিবাজারের পঁচা কোম্পানি বা ‘জেড’ গ্রুপভুক্ত জুট স্পিনার্সের মোট শেয়ারের ৩৯ দশমিক ৮২ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২৩ দশমিক ২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৬ দশমিক ৯৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এমএএস/এমএমজেড/এসআর/পিআর