ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

৬০ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২০ জুলাই ২০১৭

বাজার তদারকি করে ৬০ প্রতিষ্ঠানকে দুই লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবহেলা ইত্যাদি কারণে এসব জরিমানা করা হয়।

বৃহস্পতিবার অধিদফতরের বিভিন্ন বিভাগ ও জেলা কার্যালয়ের ২১ কর্মকর্তার নেতৃত্বে নরসিংদী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া, নোয়াখালী, রংপুর, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট এবং মৌলভীবাজারে বাজার তদারকি করে এ জরিমানা করে।

এমইউএইচ/এএইচ/আরআইপি