ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মুদ্রানীতি আসছে ২৬ জুলাই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৭ জুলাই ২০১৭

চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি আগামী ২৬ জুলাই (বুধবার) ঘোষণা করা হবে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ফজলে কবির ওই দিন সকালে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত অর্থবছরের ধারাবাহিকতায় এবারও সতর্ক মুদ্রানীতি ঘোষণা করা হবে। বিশেষ করে নির্বাচনের আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার ওপর সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।

সূত্রে আরও জানা গেছে, মুদ্রানীতিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বেসরকারি খাতে ঋণ জোগান যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর রাখা হবে। ধারণা করা হচ্ছে, বেসরকারি খাতে এবারে ঋণ জোগানের প্রাক্কলন সামান্য বাড়িয়ে ১৭ শতাংশ করা হতে পারে। এ ছাড়া ব্যাংক ঋণ খাতে যেন প্রয়োজনীয় জোগান দেয়ার বিষয়েও নজর দেয়া হবে।

গত মুদ্রানীতিতে জুন পর্যন্ত বেসরকারি খাতে ১৬ দশমিক ৫ শতাংশ ঋণ বাড়ানোর কর্মসূচি নেয়া হয়। মে পর্যন্ত এ খাতে ঋণ বেড়েছে ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ। অবশ্য সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ার তুলনায় ১৮ হাজার ২৯ কোটি টাকা বেশি পরিশোধ করেছে। এদিকে গত জুনে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৫ দশমিক ৯২ শতাংশে ওঠেছে।

আরএস/জেআইএম