ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

যুক্তরাজ্যে রফতানি বৃদ্ধিতে বাণিজ্য বাধা দূর করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৩ জুলাই ২০১৭

যুক্তরাজ্যে রফতানি বৃদ্ধির জন্য ট্রেড বেরিয়ার (বাণিজ্য বাধা) দূর করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেছেন, সেনেটারি অ্যান্ড ফাইটো সেনেটারি (এসপিএস) ও টেকনিকেল ব্যারিয়ার অফ ট্রেডের (টিবিটি) মতো প্রতিবন্ধকতাগুলো দূর করা হলে যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের রফতানি আরও বৃদ্ধি পাবে। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে চুক্তি বা যৌথ ইকোনমিক কমিশন গঠন করলে যুক্তরাজ্য-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে।

বুধবার যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টবিষয়ক স্টেট মিনিস্টার রোর্ড বাটিস-এর সঙ্গে একান্ত বৈঠকের সময় এ আহ্বান জানান তিনি। জেনেভায় সফররত তোফায়েল ১২ জুলাই রাতে এইড ফর ট্রেড গ্লোবাল রিভিউ-২০১৭ সভায় যোগদান শেষে ওই বৈঠকে বসেন।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রেক্সিটের কারণে বাংলাদেশসহ এলডিসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্যনীতির কোনো পরিবর্তন হবে না, এমন ঘোষণার জন্য বাণিজ্যমন্ত্রী যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উন্নত বিশ্বের কাছ থেকে এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ডিউটি ও কোটিা ফ্রি এবং রুলস অফ অরিজিন সিথিল সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা প্রয়োজন।

এমইউএইচ/জেডএ/আরআইপি

আরও পড়ুন