ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

প্রথম কার্যদিবসে লেনদেন কমেছে পুঁজিবাজারে

প্রকাশিত: ১০:১৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ০ দশমিক ৯২ পয়েন্ট কমে চার হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৫১৯ কোটি ২৩ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ৮৩ কোটি টাকা কম।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি  কোম্পানির শেয়ারের দাম।

রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো-বেক্সিমকো, বিএসআরএম স্টিল, মবিল যমুনা, সায়হাম টেক্সটাইল, গ্রামীণফোন, লার্ফাজ সুরমা, এসিআই, বেক্সিমকো ফার্মা, বিএসসিসিএল ও আফতাব অটো।

অন্যদিকে রোববার সিএসইতে সাধারণ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৭৪১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪০ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।