ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বেড়েই চলছে শেয়ারের দাম : ‘কারণ নেই’ বলছে কোম্পানি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৮ এএম, ১২ জুলাই ২০১৭

প্রায় এক মাস থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকের শেয়ার দাম বাড়ছে। তবে এ দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। 

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে ৯ জুলাই নোটিশ পাঠানো হয়।

এর জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৩ জুনের পর থেকেই কেয়া কসমেটিকের শেয়ারের দাম টানা বেড়েছে। ১৩ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৩ টাকা ৯০ পয়সা। যা ২২ জুন বেড়ে ১৪ টাকা ৪০ পয়সায় পৌঁছে যায়।

এরপরের প্রতিষ্ঠানটির শেয়ার দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ৯ জুলাই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়ে দাঁড়ায় ১৭ টাকা ৮০ পয়সা। এরপর সিএসই থেকে প্রতিষ্ঠানটির কাছে দাম বাড়ার কারণ জানতে চাওয়া হয়।

সিএসইর ওই নোটিশের পরের কার্যদিবসে কেয়া কসমেটিকের শেয়ার দাম বাড়ে ৪০ পয়সা। তবে ১১ জুলাই দাম ১০ পয়সা কমে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার প্রতিষ্ঠানটির শেয়ার দাম আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ২ দশমিক ২১ শতাংশ বেড়ে ১৮ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কেয়া কসমেটিকের মোট শেয়ারের ৬২ দশমিক ৭৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের ৫ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩১ দশমিক ৪৮ শতাংশ শেয়ার।

এমএএস/এমআরএম/পিআর

আরও পড়ুন