ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আগামী বাজেটের আকার হবে ৩ লাখ কোটি টাকার বেশি

প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২২ মে ২০১৫

আগামী অর্থবছরে জাতীয় বাজেটের আকার ৩ লাখ কোটি টাকার বেশি হবে বলে। তবে এর আকার চূড়ান্ত করতে আরো তিন-চার দিন সময় লাগতে পারে বলে  জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত ‘জয়িতা অন্বেষণ’ কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, তিনি বাজেটের আকার ৩ লাখ কোটি টাকায় রাখার পরিকল্পনা করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে সাড়ে ৪ হাজার কোটি টাকা বাড়িয়ে দেওয়ায় এর আকার বেড়ে যাবে। এ সময় অর্থমন্ত্রী ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

জেলা পরিষদের জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় আরো বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সিলেট বিভাগের ২০ জন জয়িতার হাতে সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী। এরমধ্যে শ্রেষ্ঠ পাঁচ জন বাছাই করা হয়। সিলেট বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিক উন্নয়নে রোকসানা চৌধুরী (মৌলভীবাজার), শিক্ষায় হোসনে আরা বেগম (মৌলভীবাজার), সফল জননী হাজেরা খাতুন (সুনামগঞ্জ), নির্যাতন টপকে সাফল্য জাহানারা বেগম (সিলেটের বিয়ানীবাজার) এবং সমাজসেবায় শেফালী রাণী দাস (হবিগঞ্জ)।

ছামির মাহমুদ/এআরএ/পিআর