ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মুনাফায় ফিরেছে বেসিক ব্যাংক

প্রকাশিত: ০৩:১০ পিএম, ০২ জুলাই ২০১৭

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১৯ কোটি ৮১ লাখ টাকা পরিচালন মুনাফা করেছে বেসিক ব্যাংক লিমিটেড। ফলে টানা দু’বছর পরিচালন লোকসানের পর এবার মুনাফায় ফিরেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৬ সাল শেষে রাষ্ট্রায়ত্ত খাতের এ ব্যাংকের পরিচালন মুনাফা হয় ১৪ কোটি ৮৭ লাখ টাকা। এর আগের দু’বছর অর্থাৎ ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন লোকসানের পরিমাণ ছিল ২৫৬ কোটি ৪২ লাখ টাকা এবং ২০১৪ সালে লোকসানের পরিমাণ ছিল ৯৮ কোটি ৩০ লাখ টাকা।

চলতি বছর জুন মাস শেষে বেসিক ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে ছিল ১৪ হাজার ৫১৮ কোটি টাকা। একই সময়ে ব্যাংকের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮ কোটি টাকা, গত বছর যা ছিল ১২ হাজার ৮৩৮ কোটি টাকা।

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোন্দকার মো. ইকবাল বলেন, মোট আমানত ও ঋণের পরিমাণ বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের কারণে ব্যাংকের পরিস্থিতি বদলাচ্ছে। পাশাপাশি পরিচালন ব্যয়ও কমানো হয়েছে। গত আড়াই বছরে নগদ ১২শ’ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

এসআই/এমএআর/জেআইএম