ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ভ্যাট আইনের বিস্তারিত ২৮ জুন

প্রকাশিত: ০৬:৪২ এএম, ২০ জুন ২০১৭

ভ্যাট আইনের বিষয়ে বিস্তারিত ২৮ জুন জানা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের ৬৪ কোটি টাকার লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভ্যাট আইনে কী পরিবর্তন আসছে এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে আমি এখন কথা বলব না। কারণ এখন এ বিষয়ে সংসদে আলোচনা চলছে। যা বলার ২৮ জুন বলবো। কিছু অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলবেন। কিছু আংশ আমি বলবো। এর আগে এ বিষয়ে জানানোর কোনো সুযোগ নেই। ২৮ তারিখের আগে আমরা এ বিষয়ে বক্তৃতা করছি না । তবে আমি বলতে পারি আবগারি শুল্কের হার পরিবর্তনে কিছু পরিবর্তন আনছি।

এদিকে গতকাল সোমবার জাতীয় সংসদে মন্ত্রি পরিষদের বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে আলোচনার জন্য অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের নীতিনির্ধারক পর্যায়ের মন্ত্রী ও সচিবদের নিয়ে আলাদা একটি বৈঠক করেন। বৈঠকে ভ্যাট আইনে পরিবর্তন আনার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমনকি আগামী ১ জুলাই থেকে কার্যকরের অপেক্ষায় থাকা নতুন ভ্যাট আইন নিয়ে অসন্তোষ প্রকাশ করে এর বাস্তবায়ন স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ১৫ শতাংশ ভ্যাট জটিলতা নিয়ে সংসদে বাজেট আলোচনায় গতকালও তীব্র সমালোচনা হয়েছে।

জানা গেছে, ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়ন থেকে পিছু হটছে সরকার। নিবার্চনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মানে ভ্যাট আইন বাস্তবায়ন হলেও সেটা হবে নামমাত্র।

এমইউএইচ/এআরএস/জেআইএম

আরও পড়ুন