জামানত ছাড়াই চাল আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা
লেটার অব ক্রেডিটেরে (এলসি) শর্ত শিথিল করায় এখন থেকে জামানত ছাড়াই চাল আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
চালের বাজার স্থিতিশীলতার লক্ষ্যে এলসির শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে ব্যাংকিং খাতের এ নিয়ন্ত্রক সংস্থা।
নির্দেশনায় বলা হয়, হাওরে বন্যাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে স্বাভাবিক সরবরাহে বিঘ্ন ঘটায় চালের বাজারে অস্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে। এ প্রেক্ষিতে, নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে বাজারে চালের সরবরাহ নিশ্চিতকরণার্থে চাল আমদানির ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে শূন্য মার্জিনে ঋণপত্র খোলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা ৩১ ডিসেম্বর ২০১৭ সাল পর্যন্ত বহাল থাকবে।
এছাড়া ধান-চাল ব্যবসায়ী, চাতাল, মিলমালিক ও ব্যবসায়ীদের ব্যাংক থেকে নেয়া সিসি (ক্যাশ ক্রেডিট বা নগদ টাকা ঋণ) অথবা ওডি (ওভার ড্রাফট বা সীমাতিরিক্ত ঋণ) ঋণ নিয়ে ৩০ দিনের মধ্যে তা পরিশোধের যে বাধ্যবাধকতা রয়েছে। ওই নির্দেশনার যথাযথ পরিপালন নিশ্চিতের জন্যও পুনরায় পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এসআই/এএইচ/আরআইপি/জেআইএম