ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ব্যাংকে লাখ টাকার আবগারি ভ্যাট পুনর্বিবেচনার আহ্বান

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৩ জুন ২০১৭

২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট নিয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করে বক্তারা ব্যাংকে জমা রাখা সর্বনিম্ন ১ লাখ টাকার উপর আবগারি শুল্ক ও শিক্ষা ক্ষেত্রে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

কানাডিয়ান ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্টের (সিইএসডি) উদ্যোগে শনিবার বনানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ন্যাশনাল বাজেট-২০১৭-১৮-পেভিং দি ওয়ে টু ভিশন ২০২১/৪১ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মাদ এ আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত।

বৈঠকে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, জেনারেল ইকোনমিক্স ডিভিশন অ্যান্ড প্লানিং কমিশনের সদস্য প্রফেসর ড. সামছুল আলম, এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. মুস্তাফিজুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মানসুর, বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. জামাল উদ্দিন আহমেদ, পিআরআই-এর সিনিয়র ইকোনমিস্ট ড. আশিকুর রহমান এবং বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ড. এম মাসরুর রিয়াজ আলেচনায় অংশ নেন।

বক্তারা বলেন, ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট নিয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। তবে তারা ব্যাংকে জমা রাখা সর্বনিম্ন ১ লাখ টাকার উপর আবগারি শুল্ক ও শিক্ষা ক্ষেত্রে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। 

এফএইচ/এমএমএ/আরআইপি