ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাজেট প্রযুক্তিবান্ধব : পলক

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০২ জুন ২০১৭

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে অারও বেগবান করবে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ অাহমেদ পলক বলেছেন, সামগ্রিকভাবেই একটি প্রযুক্তিবান্ধব বাজেট। এবারের বাজেট ডিজিটাল বাংলাদেশের জন্য একটি মাইলফলক।

শুক্রবার রাজধানীর কাওরানবাজারের জনতা টাওয়ারে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি বান্ধব বাজেট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, ২০১৬-১৭ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৮১৯ কোটি টাকা, যা ২০১৭-১৮ অর্থবছরে ৩ হাজার ৯৭৪ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। টাকার হিসেবে ২ হাজার ১৫৫ কোটি টাকা বেশি। এটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের অান্তরিক প্রচেষ্টা ও অামাদের ক্রমাগত অগ্রগতির রূপরেখা।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় হার্ডওয়্যার খাতের বিকাশে বিদ্যমান বাধাসমূহ দূর করতে অামরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। সবার অান্তরিক প্রচেষ্টায় সেই বাধাসমূহ এবার দূর হলো। তথ্যপ্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহ প্রদানের জন্য এবং এ খাতে ব্যবহার্য পণ্য তথা মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি উৎপাদনের কাঁচামালে বিদ্যমান ভ্যাট কমানো হয়েছে।

তিনি অারও বলেন, ৯৪ ধরনের কাঁচামালে অাগের সর্বোচ্চ ২৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। এর ফলে এখন দেশীয় হার্ডওয়্যার শিল্পের বিকাশে অামরা সকল বাধা দূর করতে সক্ষম হলাম।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী, বেসিসের সভাপতি মোস্তফা জব্বার, বাক্যর সভাপতি ওয়াহিদ শরীর ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ইক্যাব প্রেসিডেন্ট রাজীব আহমেদ, বিসিএসের সাধারণ সম্পাদক সুব্রত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/আরএস/এমএস

আরও পড়ুন