ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আসছে `সার্বজনীন পেনশন’ সুবিধা

প্রকাশিত: ১১:০৫ এএম, ০১ জুন ২০১৭

সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য `সার্বজনীন পেনশন’ আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ শিরোনামে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট বক্তৃতায় তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি পেনশনারগণ দেশের সমগ্র জনগণের একটি ক্ষুদ্রাংশ মাত্র। তাই সরকারি কর্মচারীদের পাশাপাশি সকলের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণমূলক সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুকরণে আমরা কাজ করছি।’
‘আমাদের সামগ্রিক কর্মকাণ্ডের অন্তর্নিহিত লক্ষ্য বাংলাদেশকে একটি কল্যাণ-রাষ্ট্রে রূপান্তর করা। প্রস্তাবিত বাজেটে পেনশন ও গ্র্যাচুইটি খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৯ হাজার ৪৭১ কোটি টাকা।’

সূত্র জানায়, বর্তমানে সরকারি চাকরিজীবী প্রায় ১৫ লাখ, যা কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ৫ শতাংশ। তারা পেনশন সুবিধা পান। অন্যদিকে, বেসরকারি খাতের ৯৫ শতাংশের মধ্যে মাত্র ৮ শতাংশ আনুষ্ঠানিক খাতে নিয়োজিত রয়েছেন।

তাদের কোনো পেনশন সুবিধা নেই। দেশে গড় আয়ু ও প্রবীণদের সংখ্যা বাড়ার কারণে সামাজিকভাবে নিরাপত্তাহীনতার ঝুঁকি বেড়েছে। এ ঝুঁকি মোকাবেলা ও সমতা বিধান করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্যই সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হচ্ছে।

এমইউএইচ/এমএমএ/পিআর

আরও পড়ুন