বিদ্যুৎ-জ্বালানি খাতে বৃদ্ধি ৬ হাজার কোটি টাকা
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ গতবারের তুলনায় ৬ হাজার ৮১ কোটি টাকা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : সময় এখন আমাদের’ শিরোনামে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।
এ বাজেট প্রস্তাবনায় তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২১ হাজার ৯১১৬ কোটি টাকা বরাদ্দ দেয়ার কথা বলা হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ১৫ হাজার ৩৫০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা করা হয় ১৪ হাজার ৫৫৯ কোটি টাকা।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এলএমজি শিগগির আমদানি করা হবে। তাই আশা করা যাচ্ছে আগামী ২০১৮ সালের শেষে সব শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
এমইউএইচ/এসআর/আরআইপি