ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কারণ ছাড়াই বাড়ছে সুহৃদের শেয়ারের দর

প্রকাশিত: ০৮:১৬ এএম, ৩০ মে ২০১৭

কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে তাদের পক্ষ থেকে শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে সুহৃদ ইন্ডাস্ট্রিজকে নোটিস পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত ২ মে থেকে সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর টানা বেড়েছে। ২ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৮ টাকা ১০ পয়সা। যা টানা বেড়ে ২৯ মে ১০ টাকা ১০ পয়সায় পৌঁছে।

আজ (মঙ্গলবার) প্রতিষ্ঠানটির শেয়ার ১০ টাকা ৩০ পয়সা থেকে ১১ টাকায় লেনদেন হয়।

এমএএস/এমএমজেড/এমএস

আরও পড়ুন