ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আট মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০৯:০৩ এএম, ২৯ মে ২০১৭

দরপতন ও লেনদেন খরা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইতে লেনদেন কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ১২ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স কমেছে ৩০ পয়েন্ট। এ নিয়ে উভয় বাজারে টানা দুই কার্যদিবস মূল্য সূচক কমলো। এর আগে উভয় বাজারে টানা চার কার্যদিবস মূল্য সূচক বেড়ে ছিল।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি বা ৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। অপরদিকে দাম বেড়েছে ৯৪টির বা ২৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি বা ১৬ শতাংশের দাম।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪২ কোটি ১ লাখ টাকা। যা গত বছরের ১৮ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। রোববার ডিএসইতে লেনদেন হয় ৩৬৩ কোটি ৪১ লাখ টাকা। সে হিসেবে সোমবার লেনদেন কমেছে ২১ কোটি ৪০ লাখ টাকা।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি কমেছে অপর দুটি সূচকও। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। এদিন কোম্পানির ১৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা রতনপুর স্টিল রি-রোলিং মিলসের ১২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল।

লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, ইভিন্স টেক্সটাইল, আমরা টেকনোলজি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং অগ্নি সিস্টেম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৬ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৬ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে মাত্র ৫৪টির। অপরদিকে দাম কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

এমএএস/এআরএস/জেআইএম

আরও পড়ুন