ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে জিপি

প্রকাশিত: ০৬:১১ এএম, ১০ মে ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড (জিপি) সমাপ্ত  বছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে ৫৮টি অনলাইন ব্যাংকের গ্রামীণফোন বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশের টাকা দিয়েছে। গত ২২ এপ্রিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লভ্যাংশ সংক্রান্ত নোটিস দিয়েছে গ্রামীণফোন।

অন্যদিকে যেসব বিনিয়োগকারীদের অনলাইন ব্যাংক হিসাব নেই, তারা গ্রামীণফোনের শেয়ার অফিস থেকে ২৩ এপ্রিল লভ্যাংশ সংগ্রহ করেছেন। আর যারা লভ্যাংশ সংগ্রহ করেননি, তাদেরকে ২৩ এপ্রিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লভ্যাংশ পাঠানো হয়।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে জিপি বিনিয়োগকারীদের জন্য ৬৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ দিয়েছে।

এসআই/একে/এমএস