আজ লাফার্জ-হোলসিমের অগ্নিপরীক্ষা
বিশ্বের শীর্ষ দুই সিমেন্ট কোম্পানি লাফার্জ সিমেন্ট ও হোলসিমের অগ্নিপরীক্ষার দিন আজ।
শুক্রবার বাংলাদেশ সময় ২ টায় অনুষ্ঠিত হবে হোলসিমের বিশেষ সাধারণ সভা। এতে শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়া, না পাওয়ার উপর নির্ভর করবে কোম্পানি দুটির একীভূতকরণ প্রক্রিয়ার ভাগ্য।
গত বছর মে মাসে কোম্পানি দুটি একীভূতকরণের ঘোষণা দেয়। এর পর থেকে নানা জটিলতার ভেতর দিয়ে এগিয়েছে এই প্রক্রিয়া। বিশেষ করে প্রক্রিয়ার শেষভাগে হোলসিমের তিন বড় শেয়ারহোল্ডারের আপত্তি পুরো বিষয়টিকে এক রকম অনিশ্চিত করে তোলে। তবে শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে এসেছে।
এখন দরকার শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতি। আর এটি পেলেই এক প্রতিষ্ঠানে পরিণত হবে লাফার্জ ও হোলসিম। এর মধ্য দিয়ে ৪৬ বিলিয়ন ডলারের এ কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হিসেবে আবির্ভূত হবে।
এদিকে বৃহস্পতিবার লাফার্জের এজিএম-ইজিএম অনুষ্ঠিত হয়েছে। তাতে শেয়ারহোল্ডারদের সম্মতিতে মার্জারসহ সব এজেন্ডা পাশ হয়েছে।
এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ফেডারেল ট্রেড কমিশন-এফটিসি লাফার্জ ও হোলসিমের মার্জারে সম্মতি দেয়। তবে এফটিসির শর্ত অনুসারে যুক্তরাষ্ট্রে দুটি কোম্পানিকেই তাদের কিছু সম্পদ বিক্রি করতে হবে।
এআরএস/পিআর