শফিউল ইসলাম এফবিসিসিআইয়ের নতুন সভাপতি
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিজিএমইএ থেকে মনোনীত শফিউল ইসলাম মহিউদ্দিন।
এছাড়া প্রথম সহ-সভাপতি গোপালগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মুনতাকিম আশরাফ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে সংগঠনটির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত ও মনোনীত ৬০ পরিচালক তাকে নির্বাচিত করেন।
নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যক্ষ মো. আলী আশরাফ।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ১৭ মে পরিচালক পদের বিপরীতে আপিল করা যাবে। ২১ মে এফবিসিসিআইয়ের নির্বাচনী আপিল বিভাগের পর্যবেক্ষণ শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
নিয়মানুযায়ী, এবার এফবিসিসিআইর ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ২৪টি পদে সরকার মনোনয়ন দেয়, যার ১২টি চেম্বার ও ১২টি অ্যাসোসিয়েশন থেকে।
এদিকে এবার সমঝোতার মাধ্যমে চেম্বার গ্রুপ থেকে সরকার সমর্থক প্যানেলের ১৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পদে গত ১৪ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকবৃন্দ
হাসিনা নেওয়াজ, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মো. নিজাম উদ্দিন,বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি, মো. মাসুদুর রহমান মিলন,বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দিলীপ কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মাসুদ পারভেজ খান (ইমরান),কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এ.কে. এম. শাহেদ রেজা, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মো. আনোয়ার সাদাত সরকার, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, শেখ ফজলে ফাহিম গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মো. রেজাউল করিম রেজনু, জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গাজী গোলাম আশরিয়া, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মো. কোহিনুর ইসলাম, মুন্সিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, প্রবীর কুমার সাহা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মো. আতাউর রহমান ভূঁইয়া, নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মোহাম্মদ বজলুর রহমান, রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মোহাম্মদ রিয়াদ আলী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকবৃন্দ
খন্দকার রুহুল আমিন, বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন, আবু মোতালেব, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যাসোসিয়েশন, মীর নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ হার্ডবোর্ড ডিলার্স অ্যাসোসিয়েশন, মো. শফিকুল ইসলাম ভরসা বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, মো. মুনতাকিম আশরাফ, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, শমী কায়সার, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মো. হাবিব উল্লাহ ডন, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা), শাফকাত হায়দার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং, ড. কাজী ইরতেজা হাসান বাংলাদেশ ল্যান্ড ডেভলপার্স অ্যাসোসিয়েশন, হেলেনা জাহাঙ্গীর, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (নাসিব), আমজাদ হোসেন,বাংলাদেশ লেদারগুডস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, নিজামুদ্দিন রাজেশ,বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন, হাফেজ হারুন ক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এস.এম. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন, রোটারিয়ান মো. আবুল আয়েস খান, বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, মো. আবু নাসের, আউটসোর্সিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, খন্দকার মইনুর রহমান (জুয়েল), বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন।
চেম্বার গ্রুপ থেকে মনোনীত পরিচালকবৃন্দ
সালাহউদ্দিন আলমগীর, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, প্রীতি চক্রবর্তী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সুজিব রঞ্জন দাস, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মাহবুবুল আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সারিতা মিল্লাত, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এ.কে.এম. আফতাবুল ইসলাম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, নাজ ফারহানা আহমেদ, ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, কাজী আমিনুল হক, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, গোলাম মইনুদ্দিন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মো. মনিরুজ্জামান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সালাহ উদ্দিন আলী আহমেদ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মনোনীত পরিচালকবৃন্দ
মো. নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস, মোহাম্মদ ফারুক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা), শামীম আহসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), এস.এম. শফিউজ্জামান, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি, কাজী বেলায়েত হোসেন, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, শফিউল ইসলাম (মহিউদ্দিন), বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), শেখ কবির হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, মোহাম্মদ শামস-উজ-জোহা, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, এ.কে.এম. সেলিম ওসমান, বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), মো. ইউসুফ আশরাফ, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, তপন চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), আলমগীর শামসুল আলামিন কাজল, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
এসআই/এএম/এএইচ/এমএস