ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

৭ কার্যদিবস পর ঊর্ধ্বমুখী সূচক

প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৬ মে ২০১৭

টানা সাত কার্যদিবস পতনের পর ঊর্ধ্বমুখী হয়েছে শেয়ার বাজারের মূল্য সূচক।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭ পয়েন্ট। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৪ পয়েন্ট।

এদিন প্রধান শেয়ার বাজার ডিএসইতে লেনদেন হওয়া ১৪২টি বা ৪৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৩৫টির বা ৪২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি বা ১৪ শতাংশের দাম।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার পাশাপাশি উভয় বাজারে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৩৭ কোটি ৯৮ লাখ টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ২৫ কোটি ১৫ লাখ টাকা।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে কমেছে অপর দুটি সূচক। ডিএসই-৩০ সূচকটি কমেছে ৪ পয়েন্ট এবং ডিএসই শরিহ্ সূচক কমেছে ১ পয়েন্ট।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানির ২৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ২৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল।

লেনদেনে এরপর রয়েছে- ফ্যাস ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড, ইউনাইটেড পাওয়ার গ্রিড, সিটি ব্যাংক এবং বিডি ফাইন্যান্স।

অপর শেয়ার বাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২০২ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৬ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয় ২৯ কোটি ১৫ লাখ টাকা।

মঙ্গলবার সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

এমএএস/এসআর/পিআর

আরও পড়ুন