পুঁজিবাজারে দরপতন অব্যাহত
দরপতন অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আরও ৩ পয়েন্ট কমেছে। ফলে ডিএসইতে টানা দুই কার্যদিবসে শেয়ারের দরপতন ঘটল। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।
তবে মূল্যসূচক কমলেও এদিন ডিএসইতে যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে তার চেয়ে বেশি। গত কয়েকদিনের মতো আজও লেনদেন হওয়া সিংহভাগ ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। মূলত এ খাতে দরপতনের কারণে কমেছে মূল্যসূচক।
এদিন লেনদেন হওয়া ব্যাংকিং খাতের মাত্র ৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০টির। আগের দিন (রোববার) ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছিল, বেড়েছিল ৯টির।
সোমবার ডিএসইতে মোট ৬৩২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন হাতবদল হয়েছিল ৭৩৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে ১০৫ কোটি ২৫ লাখ টাকা। রোববার লেনদেন কমেছিল ২১ কোটি ১১ লাখ টাকা।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ১৪৪টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ারের দাম। দিনের লেনদেন শেষে আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
টাকার অঙ্কে ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আর্গন ডেনিমসের শেয়ার। এদিন কোম্পানিটির মোট ২০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার গ্রিডের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৫ লাখ টাকার। ১৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
লেনদেনে এরপর রয়েছে, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডরিন পাওয়ার, ব্র্যাক ব্যাংক, আরএসআরএম স্টিল, ন্যাশনাল ফিড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং সাইফ পাওয়ার।
সোমবার ডিএসইতে মূল্যসূচক কমলেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে। অবশ্য ডিএসইর মতো সিএসইতেও আজ লেনদেনের পরিমাণ কমেছে।
দিনের লেনদেন শেষে সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪০৩ পয়েন্টে। সিএসইতে এদিন মোট ৩৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল মোট ৫০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।
সোমবার সিএসইতে লেনদেন হওয়া মোট ২৪৩টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১০০টির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।
এমএএস/এমএমজেড/ওআর/এমএস