ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

২৫০ কোটি টাকার বন্ড ছাড়বে ইউনিয়ন ক্যাপিটাল

প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৮ মে ২০১৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল ২৫০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড নন কনভারটেবল বন্ড ছাড়বে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

সাত বছর মেয়াদি এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ছাড়া হবে।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ৭ বছর মেয়াদি ২৫০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন ক্যাপিটালের পরিচালনা পর্ষদ।

এই বন্ডের লট সাইজ হবে ১ কোটি টাকা। অর্থাৎ কোনো ব্যক্তি ইউনিয়ন ক্যাপিটালের এই বন্ড কিনতে চাইলে তাকে কমপক্ষে ১ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। ৭ মেয়াদি বন্ডটির গ্রেস প্রিয়ড থাকবে দুই বছর।

এমএএস/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন