ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দেশে চিনির চাহিদা ১৫ লাখ মেট্রিকটন

প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৭ মে ২০১৭

দেশে বর্তমানে চিনির চাহিদা আনুমানিক ১৫ লাখ মেট্রিকটন। রোববার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হাজেরা খাতুনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্পমন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থ বছরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) ১৫টি চিনি কলের আখ প্রাপ্তি ভেদে ৫৯ হাজার ৯৮৪ দশমিক ৫৫ মেট্রিকটন চিনি উৎপাদিত হয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরের ২৫ মার্চ পর্যন্ত বেসরকারি সুগার রিফাইনারি কর্তৃক চট্টগ্রাম সমুদ্রপথে ১৭ লাখ ২৫ হাজার ৯৬০ মেট্রিকটন র-সুগার ( অপরিশোধিত চিনি) আমদানি হয়েছে। এ বছর কোনো সাদা চিনি আমদানি হয়নি।

তিনি বলেন, বেসরকারি সুগার রিফাইনারিগুলো অপরিশোধিত চিনি আমদানির মূল্যের বা ব্যয়ের হিসাব প্রকাশ করে না। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক জ্ঞাত আছে।

ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনি কলের আয়ুষ্কাল অনেক পূর্বে শেষ হয়েছে। এসব চিনি কলে পর্যায়ক্রমে আধুনিকীকরণ ও প্রতিস্থাপনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

এইচএস/জেডএ/পিআর

আরও পড়ুন