ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

একদিনের ব্যবধানে সূচকের বড় উত্থান

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০২ মে ২০১৭

বড় দরপতনের এক কার্যদিবস পরেই দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স বেড়েছে ৭০ পয়েন্ট।

মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি মঙ্গলবার উভয় বাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৪ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬১৪ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ১৫৯ কোটি ৫২ লাখ টাকা।

এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার গ্রীডের শেয়ার। আজ কোম্পানির ৫০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্সের ২৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারে টেক।

লেনদেনে এরপর রয়েছে- বিডি ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, এসপিসিএল, ন্যাশনাল ব্যাংক, আর্গন ডেনিমস, মার্কেন্টাইল ব্যাংক এবং ওয়ান ব্যাংক।

অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৭৩ পয়েন্টে। বাজারে লেনদেন হয়েছে ৪৬ কোটি ১৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৭ কোটি ১১ লাখ টাকা।

মঙ্গলবার সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

এমএএস/জেডএ/এএইচ/এমএস

আরও পড়ুন