ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ওয়াসা এবং আরএফএল এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৪:০০ এএম, ০২ মে ২০১৫

পানির লাইন পুন:স্থাপন ও সম্প্রসারণ করতে ঢাকা ওয়াসা’র সাথে চুক্তি স্বাক্ষর করেছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড, চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের ঠিকাদারী প্রতিষ্ঠান ফল্গু সন্ধানী লিমিটেড।

সম্প্রতি ঢাকা ওয়াসা ভবনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে জানানো হয়, ফরিরাপুল, মালিবাগ, মৌচাক, রামপুরা, গোরান ও খিলগাঁও এলাকার প্রায় ৩৭৬ কিলোমিটার পানির লাইন পুন:স্থাপন ও সম্প্রসারণ করা হবে।

ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, আরএফএল এর পরিচালক আর এন পল, ফল্গু সন্ধানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আকরাম, চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেড বাংলাদেশ অফিসের পরিচালক লিউইয়াদং সহ আরএফএল ও অন্যান্য প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।   

এআরএস/পিআর