ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

নৌপথে পর্যটক বাড়াতে ভারতের সঙ্গে চুক্তি করা হবে

প্রকাশিত: ০৮:১১ এএম, ২৭ আগস্ট ২০১৪

নৌপথে পর্যটক বাড়াতে ভারতের সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে বুধবার ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রী উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটি নৌ-চুক্তি রয়েছে, সেটা ১৯৬৫ সালের এবং এটা শুধু কার্গো কিংবা মালামাল পরিবহনের জন্য। ভারতের সঙ্গে সড়ক ও রেলপথে যাত্রী পরিবহনের ব্যবস্থা রয়েছে। এখন পর্যটকদের স্বার্থে নৌ-পথে যাত্রী পরিবহন সংক্রান্তও একটি চুক্তি করা দরকার।’

তিনি বলেন, পর্যটন শিল্পকে উৎসাহিত করার জন্য ২০১৬ সালে পর্যটন বর্ষ এবং ২০১৮-১৯ সালে দেশে পর্যটন উৎসব পালন করা হবে।