ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসই সার্ভারে ত্রুটি : ব্যাপক দর পতন

প্রকাশিত: ১০:০৮ এএম, ২৩ এপ্রিল ২০১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্ভারে ত্রুটির কারণে ব্যাপক দর পতন হয়েছে। কমেছে সব ধরণের সূচক ও লেনদেনর পরিমাণও। একই সঙ্গে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। ডিএসইতে দিনশেষে প্রধান সূচক কমেছে ৬০ পয়েন্ট।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা পর্যন্ত, এই ২০ মিনিট প্রায় ৮০টি ব্রোকারেজ হাউজে স্বাভাবিক লেনদেনে সমস্যা হয়।

ডিএসইর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, ব্রোকারেজ হাউজের ট্রেডিং সার্ভারের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ট্রেডিং সার্ভারের সমস্যা হয়। যার কারণে আজ (বৃহস্পতিবার) লেনদেন শুরুর ১০ মিনিট পর থেকে অর্থাৎ ১০টা ৪০ মিনিট থেকে সকাল ১১টা পর্যন্ত ২০ মিনিট প্রায় ৮০টি ব্রোকারেজ হাউজে স্বাভাবিক লেনদেনে সমস্যা হয়।

দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে চার হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ৫৯২ পয়েন্টে অবস্থান করছে। টাকায় লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ১৪৮ কোটি টাকা কম। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৫২৫ কোটি টাকা।

এ দিন মোট ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৬২টির দাম বেড়েছে, কমেছে ২২১টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪২ পয়েন্ট কমে ৭ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১ কোটি ৮১ লাখ টাকা।

এসআই/আরএস/আরআইপি