প্যারিসে হচ্ছে ইউনূস সেন্টার
এবার ফ্রান্সের রাজধানী প্যারিসে চালু হতে যাচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি ড. মুহম্মদ ইউনূসের নামে প্রতিষ্ঠান ‘ইউনূস সেন্টার’।
চলতি বছরের শরৎকালে এ সেন্টার চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্যারিসের মেয়র অ্যান হিদালগো প্যারিস শহরের ঐতিহাসিক ল্য ক্যন ভবনে ইউনূস সেন্টারের জন্য অফিস দিয়েছেন।
গত রোববার ঢাকার ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মার্চ প্যারিসের টাউন হলে অনুষ্ঠিত `ইমপ্যাক্ট-২` সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্যারিসে আমন্ত্রণ জানানো হয়। ওই সম্মেলনে প্যারিসের মেয়র সমাজ ও মানুষের জন্য অসাধারণ কর্মকাণ্ডের জন্য ড. ইউনূসকে অভিনন্দন জানান।
এসআর/জেআইএম