ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাংলাদেশে বিনিয়োগে সব ধরনের সহযোগিতা পাবে বিদেশিরা

প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২০ মার্চ ২০১৭

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বিনিয়োগের জন্যে বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

সোমবার সিঙ্গাপুরের এসবিএফ মিলনায়তনে এক সেমিনারে দেশটিতে সফররত তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর যৌথভাবে ‘সাউথ এশিয়া মার্কেট ইনসাইটস সিরিজ: বিজনেস অপরচুনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

‘বাংলাদেশ বিনিয়োগের জন্য বিশ্বে অন্যতম আকর্ষণীয় দেশ’ উল্লেখ করে তোফায়েল আহমদ বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে উদার নীতি গ্রহণ করা হয়েছে।

‘দেশটিতে শতভাগ বিনিয়োগ করার সুযোগ আছে, প্রয়োজনে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ ফেরতও নেয়া যাবে। এ বিষয়ে আইনের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা হয়েছে।’

সিঙ্গাপুরের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন বলেও জানান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউএইচ/এমএমএ/এমএস

আরও পড়ুন