রফতানি পণ্যে বহুমুখীকরণের উপর গুরুত্ব দিতে হবে: অর্থমন্ত্রী
রফতানি বহুমুখীকরণের উপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমানে আমাদের রফতানি আয় শুধু তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল। কিন্তু মধ্য আয়ের দেশ হতে রফতানির বহুমুখীকরণ করতে হবে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিনিয়োগ পরিস্থিতিরি উন্নয়ন বিষয়ক এক সেমিনারে অর্থমন্ত্রী এ কথা বলেন।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান অতিথি অর্থমন্ত্রী এএমএ মুহিত বলেন, সময় এসেছে প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য আইটেমও আসা উচিত। কেননা চামড়া, আইসিটিসহ অন্যান্য বেশ কয়েকটি পণ্যের উজ্জল সম্ভাবনা রয়েছে।
রাজধানীর ট্রাফিক ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ওভার ব্রিজ ও বাইপাসের কারণে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা মোটামুটি উন্নত হয়েছে। তবে বনানী-গুলশান এবং বারিধারায় সমস্যা রয়েই গেছে। তবে আমার বিশ্বাস- এটা ঠিক হয়ে যাবে।
সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অনেক সুযোগ-সুবিধা এবং ঐতিহাসিক কারণে তৈরি পোশাক খাত আজ বর্তমান অবস্থানে এসেছে। তাই অন্যান্য পণ্যও রফতানির তালিকায় আনতে হবে।
অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, এমসিসিআই-এর বর্তমান সভাপতি নিহাদ কবির প্রমুখ বক্তব্য দেন।
এমইউএইচ/এমএমএ/জেআইএম