ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

হাইডেলবার্গের আয় বেড়েছে ২২ শতাংশ

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১৬ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট বিডির শেয়ার প্রতি আয় বেড়েছে ২১ দশমিক ৬৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, গত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক হিসেব অনুযায়ী হাইডেলবার্গ সিমেন্টের করপরবর্তী মুনাফা হয়েছে ৪৯ কোটি ২২ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৭১ পয়সা।

আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৪০ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছিল ৭ টাকা ১৬ পয়সা।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির হাইডেলবার্গ সিমেন্ট বিডি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে ।

এসআই/বিএ/পিআর