ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

প্রকাশিত: ১০:১৫ এএম, ১৩ মার্চ ২০১৭

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক ও লেনদেন উভয় কমেছে। টানা পাঁচ কার্যদিবস মূল্যসূচক বাড়ার পর এ দরপতন ঘটলো।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ দশমিকে কমে ৫ হাজার ৬৫৯ দশমিকে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিন রোববার বাজারটিতে ১ হাজার ২৮৫ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়। অর্থাৎ ডিএসইতে লেনদেন কমেছে ১৮৩ কোটি ৮৪ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৩টির শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।
 
টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৪৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্সের ৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার।
 
লেনদেনে এরপর রয়েছে- মার্কেন্টাইল ব্যাংক, ফার কেমিক্যাল, এসআইবিএল, ইউনাইটেড ফিন্যান্স, অ্যাপোল ইস্পাত, অ্যাকটিভ ফাইন এবং কেয়া কসমেটিকস।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১৯ দশমিক কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৯ দশমিকে। বাজারটিতে ৬২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৫৮ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ১৫ কোটি ৮৯ লাখ টাকা।
 
সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
 
এমএএস/এমআরএম/পিআর

আরও পড়ুন