১০ লাখ গাড়ি তুলে নিচ্ছে মার্সিডিজ
যুক্তরাষ্ট্রে কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ার পর বিশ্ব বাজার থেকে ১০ লাখ মার্সিডিস বেঞ্জ তুলে নেয়ার কথা জানিয়েছে ডেইলমার।
মার্সিডিস বেঞ্জের নির্মাতা প্রতিষ্ঠান ডেইলমার জানিয়েছে, বিশ্বব্যাপী ১০ লাখ গাড়ি তুলে নেয়ার যে পরিকল্পনা রয়েছে তার অংশে হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ ও যুক্তরাজ্যের বাজার থেকে ৭৫ হাজার গাড়ি তুলে নেয়া হবে।
মার্সিডিস বেঞ্জের সবচেয়ে বড় তিনটি বাজার হলো- যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানি।
যে ৫১টি গাড়িতে আগুনের ঘটনার পর ১০ লাখ গাড়ি তুলে নেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে তার ২০টি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
এনএফ/এমএস