সাড়ে চার কোটি টাকার ফ্ল্যাট চান বিএইচবিএফসির এমডি
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালকের জন্য ফ্ল্যাট কিনতে সাড়ে চার কোটি টাকা ব্যয়ের অনুমোদন চাওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি আবাসন খাতে অর্থলগ্নী প্রতিষ্ঠান বিএইচবিএফসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী নিজের জন্য রাজধানীর কোনো অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট ক্রয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিবের কাছে আবেদন করেছেন।
এর আগে, গত ২০০১ সালে ৮ জুলাই রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালকের জন্য ২৫০০ থেকে ৩০০০ বর্গফুট আয়তনের এবং মূল্যসীমা ৬০ লাখ টাকার মধ্যে অ্যাপার্টমেন্ট ক্রয়ের বিষয়ে অর্থ বিভাগ থেকে একটি পরিপত্র জারি হয় যাতে অর্থ মন্ত্রণালয় সম্মতি দেয়।
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক তার চিঠিতে উল্লেখ করেছেন, ওই সময়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের জন্য কোনো বাসভবন ক্রয় করা হয়নি। বর্ণিত পরিপত্রটি দীর্ঘ ১৬ বছর আগের। বর্তমানে ধানমন্ডি, গুলশান বা বনানীর অভিজাত আবাসিক এলাকায় অ্যাপার্টমেন্টের মূল্য প্রতি বর্গফুট (কম/বেশি) ১৫ হাজার টাকা।
সে অনুযায়ী তিন হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাট ক্রয় করতে আনুমানিক সাড়ে চার কোটি টাকার প্রয়োজন হতে পারে। এ অবস্থায় বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালকের বসবাসের জন্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ৩০০০ বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্ট ক্রয়ের অনুমোদন চাওয়া হয়েছে।
এমইউএইচ/বিএ