ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

একনেকে ৬৩৬ কোটি টাকার ৩ প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ০৫:৩২ এএম, ০৭ এপ্রিল ২০১৫

তিন নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি (একনেক)। এতে মোট ব্যয় হবে ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬২২ কোটি ৫১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ১৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদেও বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা বিভাগের সচিব সফিকুল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়ককে উন্নীতকরণ প্রকল্প, এতে ব্যয় হবে ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা। ঢাকা-বরিশাল অভ্যন্তরীণ নৌরুটে পরিচালনার জন্য দুটি নতুন যাত্রীবাহী জাহাজ সংগ্রহ প্রকল্প, এর ব্যয় হবে ৭২ কোটি ২৪ লাখ টাকা। উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্প, এর ব্যয় ১২৩ কোটি ১৮ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কটি সিলেট শহরের সঙ্গে ভোলাগঞ্জ স্থলবন্দরকে সংযুক্ত করেছে। আর এই ভোলাগঞ্জ থেকেই দেশের ৭০ ভাগ পাথর আহরিত হয়। তাছাড়া, এ স্থলবন্দর দিয়েই ভারত থেকে লাইমস্টোন আমদানি করা হয়। বর্তমানে সড়কটিতে প্রতিদিন প্রায় ৫ হাজার মালবাহী ট্রাক যাতায়াত করে, যার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই এ সড়কটিতে জাতীয় মহাসড়কে উন্নীত করা একান্ত দরকার হয়ে পড়েছে।’

এসএ/বিএ/এমএস/আরআই