অস্বাস্থ্যকর পরিবেশে পানি : বন্ধ হলো ‘মা ড্রিংকিং ওয়াটার’
লাইসেন্সবিহীন ও কোনো ধরনের পরীক্ষা ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন করে বাজারজাত করায় ‘মা ড্রিকিং ওয়াটার’ বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর দোলাইখাল, সূত্রাপুরে অভিযান চালিয়ে কারখানাটি সাময়িক বন্ধ করে দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মন্ডল।
কারখানাটির সব কার্যক্রম বন্ধের নোটিশ দিয়ে অধিদফতর জানায়, সিটি কর্পোরেশন, সিভিল সার্জন এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কারখানাটি পানি প্রক্রিয়াকরণ করছে। কারখানাটির পানি পরীক্ষা করার কোনো ল্যাবরেটরি নেই। পানির জারের গায়ে কোনো লেবেলও নেই।
এছাড়াও কারখানাটির ভেতরে টয়লেট রয়েছে। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারার স্পষ্ট লঙ্ঘন।
আর এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (২৭) ধারা অনুযায়ী, জনস্বার্থে ‘মা ড্রিকিং ওয়াটার’ সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।
এসআই/বিএ