শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডাচ-বাংলা ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, ডাচ-বাংলা ব্যাংক ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডাদের এই লভ্যাংশ দিতে চায়। এ জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ। ওইদিন সকাল ১০ টাকায় ঢাকা ক্যান্টনমেন্টের সেনামালঞ্চ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৮১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ টাকা ১০ পয়সা। আর শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৮ টাকা ৩০ পয়সা, যা ২০১৫ সালের একই সময়ে ছিল ৮৩ টাকা ৭৭ পয়সা।
এমএএস/এআরএস/আরআইপি