ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এয়ারটেলের নতুন অফার ‘আর কে দেয়’

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

বেসরকারি টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড চালু করেছে নতুন ‘আর কে দেয়?’ বোনাস অফার। এখন থেকে এয়ারটেল গ্রাহকরা বন্ধ সিম চালু করলে পাবেন বোনাস। বন্ধ সিম চালু করে ১৯ টাকা রিচার্জ করলেই গ্রাহকরা এ সুবিধা পাবেন।

সুবিধা গুলো হলো এক টাকা ব্যবহার করলেই পাবেন এক টাকা বোনাস (শুধুমাত্র নেট এর ক্ষেত্রে), ৫০০ মেগাবাইট (এমবি) ইন্টারনেট ফ্রি, কলার টিউনে এক মাস ফ্রি সাবস্ক্রিপশন, একটি এয়ারটেল টিউন ফ্রি, ফ্রি উইকিপিডিয়া, টুইটার এবং ২৪ ঘণ্টা যেকোনো নম্বরে এক পয়সা/ সেকেন্ড।

২জি/৩জি প্যাক এ সর্বোচ্চ মানের সেবা দিচ্ছে এয়ারটেল। একই মূল্যে এয়ারটেল ৩০ এমবি প্যাক-এর সাথে ৫ এমবি বেশি দিচ্ছে যার মেয়াদ অন্যান্য অপারেটর এর ২৫ এমবি প্যাক এর তুলনায় একদিন বেশি। যেখানে অন্য অপারেটর এক জিবি দিচ্ছে ২৭৫ টাকায় সেখানে এয়ারটেল দিচ্ছে ১৯৯ টাকায়। তাদের ৬৫০ টাকার ৫ জিবি ইন্টারনেট প্যাক ব্যবহারে ৩০০ টাকা সাশ্রয় হয়।

এই দারুণ অফারটি ৩০ দিন পর্যন্ত প্রযোজ্য থাকবে এবং এয়ারটেল এর গ্রাহকরা *২২২*২# এই নাম্বারে ডায়াল করে এই অফারটি উপভোগ করতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন-  www.bd.airtel.com

এসআই/বিএ/আরআই