ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দর পতনের শীর্ষে ফাস্ট সিকিউরিটি ব্যাংক

প্রকাশিত: ১০:৪২ এএম, ০৫ এপ্রিল ২০১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। রোববার ব্যাংকটির শেয়ার দর কমেছে ১০ দশমিক ৭৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১০ টাকা ২০ পয়সা। রোববার লেনদেন শেষে তা কমে দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সায়।

দর পতনের শীর্ষে থাকা অন্য  ৯ কোম্পানি হলো : মেঘনা পিট ৯ দশমিক ৮৩ শতাংশ, আজিজ পাইপস ৮ দশমিক ৫৮ শতাংশ, জাহিন স্পিনিং ৮ দশমিক ৪৯ শতাংশ, নদার্ণ ৭ দশমিক ৩৫ শতাংশ, লেগাছি ফুট ৭ দশমিক ২৭ শতাংশ, ইমাম বাটন ৭ শতাংশ, উত্তরা ব্যাংক ৬ দশমিক ৭৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ৬ দশমিক ৫৫ শতাংশ ও কর্ণফুলি ইন্স্যুরেন্স ৬ দশমিক ৩৩ শতাংশ দর পতন হয়েছে।

এসআই/এএইচ/আরআই