ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আট প্রতিষ্ঠানের এজিএম আজ

প্রকাশিত: ০৪:০৫ এএম, ৩০ মার্চ ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি ব্যাংকসহ আট প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি., আইডিএলসি ফাইন্যান্স লি., ডাচ বাংলা ব্যাংক লি., প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি., প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লি., প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড।

জানা গেছে, সোমবার সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এজিএম ও ইজিএম। আইডিএলসি ফাইন্যান্সের এজিএম ঢাকার রেডিসান ব্লু ওয়াটার গার্ডেনে, ডাচ বাংলা ব্যাংকের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এজিএম সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে, প্রাইম ইন্স্যুরেন্সের এজিএম সকাল ১১টায় রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিম), প্রাইম ব্যাংকের এজিএম সকাল ১১টায় ফার্মগেইটে কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি),  ট্রাস্ট ব্যাংকের এজিএম সকাল ১১টায় ঢাকার পুরান এয়ারপোর্টের ট্রাস্ট মিলনায়তনে এবং স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজিএম সাভারের গলফ ক্লাবে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো এজিএম এ সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।

এসআই/বিএ/এমএস