ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ৩১ মার্চ

প্রকাশিত: ০৫:২১ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকার সোনারগাঁও হোটেলে শুরু হবে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। শনিবার সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এসব তথ্য জানান।

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স এ মেলার টাইটেল স্পন্সর। মেলায় ৬৮টি স্টল ও ৫টি প্যাভিলিয়নে দেশ-বিদেশের পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, আর্থিক প্রতিষ্ঠানসহ পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা উপস্থাপন করবে।

মেলার পাশাপাশি পর্যটনবিষয়ক সেমিনারের আয়োজন করা হবে। ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৩০ টাকা।

এমআরএম/এমএস